বিজিবি’র প্রচেষ্টায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক পাহাড়ী যুবক - Southeast Asia Journal

বিজিবি’র প্রচেষ্টায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক পাহাড়ী যুবক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা দেশের সীমান্তবর্তী এলাকায় দেশ মাতৃকার টানে নানা প্রতিকূলতার চ্যালেঞ্জ মোকাবিলা করে জীবনবাজি রেখে সেবা দিয়ে যাচ্ছেন। দেশের এ বাহিনীটি সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। শুুধু তাই নয়; এমন কিছু মহতি কার্যক্রম পরিচালনা করে যেগুলো প্রশংসার পাশাপাশি খবরের শিরোনামও হয়।

এমন একটি ঘটনা ঘটেছে রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউথাংনান এলাকার পাহাড়ি ছড়ায় (ঝিরি) । শনিবার (২১আগষ্ট) দুপুরে স্থানীয় অজয় বিকাশ ত্রিপুরা (১৮) নামের এক যুবক ছড়ায় মাছ ধরার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। সে নিউথাংনান এলাকার মৃত সর্বশন ত্রিপুরার ছেলে বলে জানিয়েছে বিজিবি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী ৫৪ বিজিবি’র নিউথাংনাং বিওপিতে নিয়ে আসে। এ সময় বিজিবি’র মেডিকেল অফিসার (এমও) এর দিক নির্দেশনায় আহত অজয় বিকাশ ত্রিপুরাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও মাথার ক্ষত স্থানের সেলাই দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করেন বিজিবি’র বিওপি চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত অজয় বিকাশ ত্রিপুরা এখন অনেকটাই আশংকা মুক্ত রয়েছে এবং বিজিবি তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছে।

এমন মহতি কার্যক্রমে স্থানীয় সম্প্রদায় বিজিবি’র ভূয়সী প্রশংসা করেন এবং আধাসামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে সরকারি-বেসরকারি কোন হাসপাতাল নেই। যেকারণে স্থানীয় বাসিন্দাদের বিপদের দিনে ভরসা বিজিবি’র সদস্যরা। অতীতে অনেক মুমূর্ষ রোগীর সেবায় বিজিবি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এছাড়া, ইতোপূর্বেও বিজিবি’র সহায়তায় এলাকার অসহায় অনেক মুমূর্ষ রোগী প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে সুস্থ হয়ে সুন্দর সুস্থ্য জীবন যাবন করছে। আগামী দিনেও পাহাড়ের এসব অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিজিবি।