খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি প্রতিনিধি: ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির চব্বিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সভায় সভাপতিত্ব করেন। পরিষদের মুখ্য কর্মকর্তা বশিউর রহমান এর সঞ্চলনায় পরামর্শ মূলক বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সহকারি পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় রোকেয়া বেগম, পরিষদ সদস্য আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর মোহাম্মদ জাহিদ হাসান প্রমুখ।

আগামী ২রা ডিসেম্বর কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে নানা সিদ্ধান্ত গৃহিত হয়। কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটা, আলোচনা সভা, মাস্ক বিতরণ, রোড শো, ব্যানার-ফেস্টুন-ডিজিটাল ডিসপ্লে, চুক্তি পরবর্তীতে জেলায় নানা উন্নয়ন বিষয়ক প্রচার-প্রচারণা, স্ব স্ব প্রতিষ্ঠানে আলোকসজ্জা ও ফানুস ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)র সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ১৯৯৮ সালের ১০ ফ্রেব্রুয়ারী খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর হাতে গেরিলা নেতা সন্তু লারমার নেতৃত্বে অস্ত্র সমর্পনের মধ্য দিয়ে জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসে।

You may have missed