পাহাড়ী জনসাধারণের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থীতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের, ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল থেকেই গুইমারা সরকারি কলেজের মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্থানীয় ৩৭৫ জন রোগীকে বিনামূল্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বিকেলে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকাধীন ৫টি উপজেলার ৫০০টি পরিবারের মাঝে শীত বস্ত্র সামগ্রী বিতরণ ও ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবদুল মালেক, গুইমারা রিজিয়নের অধিনস্ত জোন অধিনায়কবৃন্দ, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পরিচালক মোঃ জামাল উদ্দিন, বিভিন্ন পৌরসভা ও উপজেলাসমূহের জনপ্রতিনিধি ও গুইমারা রিজিয়নের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে গুইমারা সরকারি কলেজ মাঠে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেনন। হয়।
দিনব্যাপী গুইমারা কলেজে চিকিৎসা নিতে আসা রোগিদের চিকিৎসা সেবা দেন বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. আতিকুর রহমান।
চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এদিন দীর্ঘ সময় ধরে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩শ ৭৫ জন রোগী চিকিৎসা এবং ঔষধপত্র নিয়ে বাড়ি ফেরেন।
উপকারভোগীদের দাবি, গুইমারা রিজিয়নের অধিনে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার ফলে গুইমারা উপজেলার সাধারণ মানুষের কাছে গুইমারা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে এবং পারস্পারিক সম্পর্ক উন্নতি সাধিত হবে।
উল্লেখ্য, গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দের আয়োজনে ৩ শতাধিক অসহায় ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান ও বিকাল ৫ টায় শীত বস্ত্র বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।