কক্সবাজারে মিলল অস্ত্র কারখানা: গ্রেপ্তার ৩
নিউজ ডেস্ক
গত মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত কক্সবাজারের পেকুয়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির ৩ কারিগরকে ৮টি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, পেকুয়ায় টইটং ইউনিয়নের জুমপাড়া পাহাড়ে একটি অস্ত্রের কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক হামিদ পালিয়ে গেলেও, অস্ত্র তৈরির প্রধান কারিগর আমিরুলকে গ্রেপ্তার করা হয়।
তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, একই এলাকায় আরো ৮টি পাহাড়ে ২৪ ঘণ্টার অভিযানে আরো একটি আস্তানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।
এসব অস্ত্র বিভিন্ন এলাকার সন্ত্রাসী, ডাকাত এবং জলদস্যুদের কাছে বিক্রি করা হতো বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার রাত থেকে র্যাব সদস্যরা এ অভিযান চালায় বলে জানিয়েছেন র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ।
তিনি বলেছেন, র্যাবের অভিযানে অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম এবং ৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে অস্ত্র তৈরির মূলহোতা হামিদ র্যাবের নজরদারিত আছে বলেও জানিয়েছেন অধিনায়ক ইউসুফ। তাকেও শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেন তিনি।