কক্সবাজার সাবমেরিন ঘাঁটিতে চীনা শ্রমিকের মৃত্যু - Southeast Asia Journal

কক্সবাজার সাবমেরিন ঘাঁটিতে চীনা শ্রমিকের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন দেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটিতে চেন ইউকুয়ান (৫৪) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত চেন ইউকুয়ান দীর্ঘদিন ধরে এই নৌঘাঁটিতে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে রুমমেটরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুয়ানকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত কিছু বলা যাচ্ছে না।