হিলিতে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার বৈঠক
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত এলাকা দিয়ে মাদক, মানবপাচার, গরুসহ সীমান্তের চোরাচালান রোধে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভারতের ১৫ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দলটি হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় এলে বৈঠক অনুষ্ঠিত হয়।
শুরুতেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন খন্দকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার শ্রী বাস্তবকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিএসএফ সদস্যরা বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে আসেন। সেখানে দুই বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতের রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী বাস্তবের নেতৃত্বে পতিরাম-৬১ বিএসএফের কমান্ডিং অফিসার ভালেন্দু ত্রিভেদুসহ ১৫ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন খন্দকারের নেতৃত্বে বিজিবি দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরিফুল্লাহ আবেদসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে, যা আমরা রক্ষা করে চলি। দুই বাহিনীর মধ্যে বিরাজমান এ সম্পর্ক আরও উন্নয়নের জন্য এ ধরনের বৈঠকের আয়োজন। এছাড়াও বৈঠকে সীমান্ত দিয়ে চোরাচালান, নারী-শিশু, মাদক পাচারসহ নানা ধরনের অপরাধ দমনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।