সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচের শপথ ও সমাপনী কুচকাওয়াজ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচের শপথ ও সমাপনী কুচকাওয়াজ

আইএসপিআর জানায়, আজকের এই নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের ১৫৩ জন (পুরুষ ১৪২ জন ও নারী ১১ জন) সৈনিক দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে জল, স্থল ও আকাশপথে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হওয়ার গৌরব অর্জন করলো।
অনুষ্ঠানে সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মোরছালীন, সার্বিকভাবে দ্বিতীয় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মো. মনিরুল ইসলাম এবং সার্বিকভাবে তৃতীয় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মো. সাগর আলী প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেন।

অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচের শপথ ও সমাপনী কুচকাওয়াজ
অনুষ্ঠানের রাজেন্দ্রপুর সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।