খাগড়াছড়িতে ইয়াবাসহ অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ইয়াবাসহ অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ রাজু চাকমা (২৬) নামের অবৈধভাবে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

রাজু চাকমা ভারতের ত্রিপুরা রাজ্যের শিলাছড়ি থানার আমতলি গ্রামের মৃত নয়ন তারা চাকমা ও রাহুল চাকমার সন্তান বলে জানা গেছে।

১৯ মে রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতি অভিযান চালিয়ে মাটিরাঙ্গা উপজেলাধীন গৌমতি ইউনিয়নের কালাপানিস্থ ডাকাতিয়া রোড়ের নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে রাজু চাকমাকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ৫০ পিস উয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, ৪০ বিজিবি (পলাশপুর জোন)’র করল্যাছড়ি বিওপি থেকে দেড় কিলোমিটার উত্তরের বর্ডার দিয়ে কালাপানির মুজিব মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন(৩০)কে ইয়াবা দিতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে রাজু চাকমা। তার দেয়া তথ্য মতে আবুল হোসেনকে ধরতে অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি পুলিশ।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামছুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬ এর ১ টেবিল ১০(ক) ধারা অনুযায়ী মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের কার্যক্রম প্রাক্রয়াধীন রয়েছে।

You may have missed