কলকাতার পানশালায় মারপিট করে গ্রেফতার বাংলাদেশি বাবা-ছেলে - Southeast Asia Journal

কলকাতার পানশালায় মারপিট করে গ্রেফতার বাংলাদেশি বাবা-ছেলে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কলকাতার নিউ মার্কেটের পানশালায় বড়দিনের রাতে মদ্যপ অবস্থায় মারপিট করার অভিযোগে গ্রেফতার হলেন দুই বাংলাদেশি। জানা গেছে, গ্রেফতারকৃত সম্পর্কে বাবা-ছেলে। ওই দুই বাংলাদেশির নাম সেরাজুল আলম খান ও নাফিউ খান।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার অর্থাৎ বড়দিন রাত ১০টা নাগাদ ১২, ফ্রি স্কুল স্ট্রিটের একটি পানশালায় ঢুকেছিলেন সেরাজুল আলম খান ও নাফিউ খান। এরপর তাদের নিজেদের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা এতটাই চরমে ওঠে যে পানশালার কর্মীরা ঠেকাতে গেলে তাদের ওপর ঝাপিয়ে পড়েন বাবা ও ছেলে। লাথি, ঘুষি, চড় চলতে থাকে এলোপাতাড়ি। সুজিত বক্সি ও শংকর রুদ্র নামে দুই কর্মী আহত হন। তাদের এসএএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য রাতেই দুজনকে ছেড়ে দেন চিকিৎসকরা।

এরপর সুজিত বক্সি নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, রাতে পানশালায় ঢুকে নিজেদের মধ্যেকার ঝামেলা থেকে বাবা-ছেলে কার্যত তাণ্ডব চালিয়েছেন। তাদের আহতও করেছেন।

এরপরেই বাংলাদেশের গাজিপুরের বাসিন্দা সেরাজুল ও নাফিউ নিউ মার্কেটের পানশালয় ঢুকে নিজেদের মধ্যে ঝামেলা, বচসার পর পানশালার কর্মীকে মারধরের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে নিউ মার্কেট থানার পুলিশ।

ই-মেইলে তাদের গ্রেফতারের বিষয়টি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দফতরে জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের পাসপোর্ট, ভিসার তথ্য যাচাই করার জন্য ডেপুটি হাইকমিশনকে অনুরোধ করা হয়েছে পুলিশের তরফে।