রাঙামাটিতে শীতার্তদের মাঝে সেনা জোনের শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার দূর্গম পাহাড়ী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙামাটি সেনা জোনের সদস্যরা।
দুপুরে রাঙ্গামাটি জোনের আওতাধীন, কাউখালী উপজেলাধীন কাশখালী, কচুখালী এবং নাইল্যাছড়িতে কাউখালী ক্যাম্প কর্তৃক গরীব ও দুস্থ জনসাধারনের দ্বারে দ্বারে গিয়ে শীতের কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, এই কর্মসূচির আওতায় ১৫টি ভিন্ন পরিবারের মাঝে সেনাবাহিনীর টহল কর্তৃক বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে এলাকার গরীব ও দুস্থ জনসাধারণ উপকৃত হবে বলে সকলে মনে করেন। ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক এই প্রয়াস অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।