জুরাছড়িতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

জুরাছড়িতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়িতে শীতার্ত ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

জানা যায়, জুরাছড়ি উপজেলার বালুখালী গ্রামের বিধবা লক্ষী দেবী চাকমা (৭০)। শীতে প্রতিরাতে কষ্ট পায়। উপজেলা মাঠে সেনাবাহিনীর কম্বল বিতরণের খবর পেয়ে সকাল থেকে অপেক্ষায় আছে, বেলা সাড়ে ৩টায় কম্বল পেয়ে মহাখুশি তিনি। জোন অধিনায়ককে আশির্বাদ করছেন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য। শুধু লক্ষী দেবী চাকমা নয়- মধু মায়া, মোঃ সেলিম, আনোয়ারা খাতুনসহ ৩ শতাধিক হতদরিদ্র জনমানুষ কম্বল ও চাদর পেয়ে খুশিতে আত্মহারা।

সোমবার (২ জানুয়ারি) রাঙামাটির জুরাছড়ি উপজেলায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী সদস্যরা।

বিকাল সাড়ে ৩টায় উপজেলা মাঠে হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত ।

এ সময় যক্ষাবাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মোঃ মোশারফ হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ আহানাফ রাসিফ বিন হালিম, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজমসহ সেনাকর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় ২শ’ জনকে কম্বল ও ৫৬ জনকে চাদর এবং ৫০ নবজাতক শিশুর জন্য কাপড় বিতরণ করা হয়েছে।