কাপ্তাইয়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

কাপ্তাইয়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাইয়ে উপজাতি সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙামাটি জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন।

সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মগবান ইউনিয়নের গরগর্য্যাছড়ি পাড়ায় অসহায় দুস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বড়দের ১৩০টি ও শিশুদের ১২০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১০ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের দিক নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ করেন মেজর আব্দুল্লাহ-আল-রাজন ও ক্যাপ্টেন মো. এনামুল হক সাকিব ।

মেজর আব্দুল্লাহ আল রাজন জানান, সেনাবাহিনী সব সময় অসহায়দের পাশে ছিল এবং থাকবে।