রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক স্থানীয়দের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক স্থানীয়দের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর রাঙামাটি রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক স্থানীয় অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সকালে (বৃহস্পতিবার) রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ২ বান্ডেল ঢেউ টিন, শীতার্তদের জন্য ৩০০ কম্বল, মসজিদের উন্নয়নকল্পে সহায়তা প্রদান এবং চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা মানবিক সহায়তা অনুদান প্রদান করেন।

এসময় রিজিয়নের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতি, উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।