রাঙ্গামাটিতে মারমা স্টুডেন্ট কাউন্সিলের ৫ম সম্মেলন অনুষ্ঠিত, মারমা সম্প্রদায়কে সম্প্রীতি বজায় রাখার আহবান - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে মারমা স্টুডেন্ট কাউন্সিলের ৫ম সম্মেলন অনুষ্ঠিত, মারমা সম্প্রদায়কে সম্প্রীতি বজায় রাখার আহবান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের রাঙ্গামাটি জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনষ্টিটিউটে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও মারমা সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি অংশু প্রু চৌধুরী।

মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা সভাপতি উসাই মং মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সংগঠনটির সাবেক সভাপতি উচিমং চৌধুরী, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, মাসস এর সাধারণ সম্পাদক মং উচিং মারমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে মারমা সম্প্রদায়কে সব ধরণের হিংসা, বিদ্বেষ বন্ধ করে সম্প্রীতি বজায় রাখতে হবে, পাহাড়ের সংঘাতময় অবস্থা থেকে নিজেদের দূরে রাখতে হবে।

তারা বলেন, খুন, ধর্ষণ, অপহরণ একটি রাষ্ট্রকে কখনো এগিয়ে নিতে পারেনা বরং ধ্বংশের দিকে নিয়ে যায়, মারমা সম্প্রদায়কে সেদিকে নজর রাখতে হবে।

পরে রাং ম্রা চাইকে সভাপতি ও মংকিউচিংকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা ও ১৭ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি সরকারী কলেজ কমিটির অনুমোদন দেওয়া হয়।

You may have missed