রাঙামাটিতে অসহায় শিক্ষার্থীদের মাঝে সেনাজোনের শিক্ষা উপকরণ বিতরণ
নিউজ ডেস্ক
রাঙামাটি জোনের আওতাধীন কাউখালী ক্যাম্প কর্তৃক অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল বিএম আশিকুর রহমান, পিএসসি এবং কাউখালী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ।
দিনব্যাপী বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে বাঙালি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলিয়ে সর্বমোট ৩৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের সহযোগী হিসেবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই অঞ্চলের শান্তি, সম্প্রীতির লক্ষ্যে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের জনকল্যাণ ও সহযোগিতামূলক পরিচালনা করা হয়ে থাকে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।