মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি, সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি
নিউজ ডেস্ক
পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের হাতে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজি বন্ধসহ পাহাড়বাসীর নিরিাপত্তা ও সকল সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে পার্বত্য জেলা বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। একই সাথে পাহাড় সফর করা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মাধ্যমে একই দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন সংগঠনটির নেতারা।
সকালে (১৭ জানুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনটির বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবদুল আলীম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনসহ পার্বত্য চুক্তি, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ও পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের অসাংবিধানিক ও মৌলিক অধিকার পরিপন্থী ধারা সমূহ বাতিল করে মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, পার্বত্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল সম্প্রদায়ের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, ভুমির সম-অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে দাবি জানান।
মানববন্ধন শেষে, পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের হাতে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজি বন্ধসহ পাহাড়বাসীর নিরিাপত্তা ও সকল সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।
এসময়, ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ মানবাধিকার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।