দীঘিনালা সড়কে চাঁদার দাবিতে গাড়ি থামিয়ে তামাকে আগুন - Southeast Asia Journal

দীঘিনালা সড়কে চাঁদার দাবিতে গাড়ি থামিয়ে তামাকে আগুন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা সড়কের আটমাইল যৌথ খামার নামক এলাকায় গতরাতে তামাকবাহী একটি গাড়ির গতিরোধ করে তামাকের বান্ডেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গতরাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী থেকে খাগড়াছড়ি আসার পথে তামাক ভর্তি একটি ট্রাকের (চট্র মেট্রো -ট -১১ -৬৩৫৯) গতিরোধ করে কতিপয় সন্ত্রাসীরা। এসময় তারা ট্রাকের চালকসহ সহকারীদের দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও খাগড়াছড়ি যেতে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে তারা ট্রাকের ত্রিপলের দঁড়ি কেটে দিয়ে ৮টি তামাকের বান্ডেলে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন গাড়ি চালক মোঃ নাসির উদ্দিন (৪৫)। খবর পেয়ে খাগড়াছড়ি এবং দীঘিনালা থেকে সেনাবাহিনীর টহল, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ প্রহরায় পোড়ানো তামাক ও ট্রাক থানায় নিয়ে আসা হয়। ট্রাকটি বর্তমানে খাগড়াছড়ি সদর থানায় রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, এবিষয়ে এখনো কোন মামলা হয়নি।

প্রসঙ্গত, এর আগে গত ২২ মে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাঙ্গালী পন্থি জনৈক কয়েকজন চাঁদার জন্য বৃটিশ আমেরিকান টেবাকোর কর্মকর্তাদের বেশ কয়েকবার ফোন করেন ও দীঘিনালাস্থ অফিসে গিয়ে হুমকিও প্রদান করেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কেরিং কন্ট্রাক্টর মোঃ নুর আলম (৪৯) বাদী হয়ে পরদিন ২৩ মে দীঘিনালা থানায় হুমকিদাতা আহম্মদ আলী, নুর নবী প্রকাশ রনি ও জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ পূর্বক একটি সাধারণ ডায়েরীও করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, উল্লেখিত অভিযুক্তরা ২২ মে সন্ধ্যা পোনে ৭টার দিকে একটি মোটর সাইকেল (চট্ট মেট্রো- ল-১৩-১৩১৯) নিয়ে বৃটিশ আমেরিকান টেবাকোর দীঘিনালা অফিসের সামনে গিয়ে অফিসে থাকা কর্মকর্তাদের বলে, তাদের নেতা মাঈন উদ্দিনের সাথে আলাপ-আলোচনা ছাড়া কোন তামাকের গাড়ি যাতে দীঘিনালা থেকে বের না হয়। বের হলে গাড়িতে আগুন দিবে বলেও তারা হুমকি প্রদর্শন করে।

You may have missed