চোরাই পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১৫০ রোহিঙ্গা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারে প্রায় ১৫০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
গত ২৪ মার্চ শুক্রবার মিয়ানমারের এক কর্মকর্তা এ তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় থানবিউজায়াত পৌরসভায় নারী, পুরুষ ও শিশুদের একটি দলকে আটক করা হয়।
তবে বিভিন্ন প্রাথমিক প্রতিবেদনের বরাতে এএফপি জানায়, রোহিঙ্গাদের দলটি পশ্চিম রাখাইন রাজ্য থেকে নৌকায় করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় চলে যেতে চেয়েছিল। রোহিঙ্গা দলটিকে পাচারের চেষ্টার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও ৩০জনকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। তবে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য নন।