সেনাবাহিনীর মাইক্রোবাস খাদে: নিহত ১, আহত ৯ - Southeast Asia Journal

সেনাবাহিনীর মাইক্রোবাস খাদে: নিহত ১, আহত ৯

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল এলাকায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাস খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মোঃ ওবায়দুল। বুধবার বিকেলে এ দুর্ঘটনায় সামরিক-বেসামরিক মিলিয়ে আহত হয়েছেন আরো ৯ জন।

১২ মাইল এলাকার স্থানীয়রা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩শ’ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান সৈনিক ওবায়দুল।

বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রত্যুষ পাল জানান, একজন সেনা সদস্য নিহত হয়েছেন। বাকিরা কমবেশি আহত হয়েছেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী জানান, আহতদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

You may have missed