ফেনী নদীতে গোসল করতে নেমে ২ সহোদরসহ নিহত ৩ - Southeast Asia Journal

ফেনী নদীতে গোসল করতে নেমে ২ সহোদরসহ নিহত ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম জেলার ফটিকছড়ির বাগান বাজারের ফেনী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ সহোদর সহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৩ জুন বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্ডার এলাকার ফেনী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন (১৪) ও মুহাম্মদ এজাহার (১২) বাগানবাজার এলাকার মোঃ বোরহান উদ্দিনের ছেলে অপর নিহত তৌহিদুল আলম সাইফ (৭) বাংলা বাজার এলাকার মোঃ আলী হোসেনের ছেলে বলে জানা গেছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ ঘন্টা যাবত উদ্ধার তৎপরতা চালিয়ে লাশ উদ্ধার করে। প্রচন্ড বৃষ্টি থাকায় উদ্ধারে সময় লেগেছে বলেও জানা গেছে।

বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You may have missed