করোনার নতুন ভেরিয়েন্টের থাবায় উদ্বিগ্ন চীন - Southeast Asia Journal

করোনার নতুন ভেরিয়েন্টের থাবায় উদ্বিগ্ন চীন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী মাসে করোনা সংক্রমণ তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে চীনা কর্তৃপক্ষ। করোনার নতুন ভেরিয়েন্ট এক্সবিবি শক্তিশালী হয়ে ওঠায় নতুন ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো করছে চীন সরকার। বলা হচ্ছে, জুনের প্রতি সপ্তাহে চীনে সাড়ে ৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে।

সোমবার নেতৃস্থানীয় চীনা মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান বলেন, ‘এক্সবিবি ওমিক্রন সাবভেরিয়েন্টের জন্য দুটি নতুন টিকা অনুমোদন পেয়েছে। আরও তিন থেকে চারটি ভ্যাকসিন শীঘ্রই অনুমোদন পাবে’।

চীনের কর্মকর্তারা দাবি করেছেন, এখনকার প্রাদুর্ভাবে ভয়াবহতা কম হবে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চীনের বিপুল বয়স্ক মানুষের মৃত্যুহার কমাতে চাইলে জোরালো টিকাদান কর্মসূচির পাশাপাশি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে হবে।

বেইজিং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, নতুন ভেরিয়েন্টে সংক্রমণের হার গত মাস থেকে বেশি। এপ্রিলের শেষ দুই সপ্তাহে প্রচলিত সংক্রামক রোগ হিসেবে ফ্লুকে ছাড়িয়ে গেছে করোনা।

You may have missed