শেষ হলো গ্রে জোন অ্যাকটিভিটিজ নিয়ে সশস্ত্র বাহিনীর সেমিনার - Southeast Asia Journal

শেষ হলো গ্রে জোন অ্যাকটিভিটিজ নিয়ে সশস্ত্র বাহিনীর সেমিনার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত ‘গ্রে জোন অ্যাকটিভিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটি সোমবার (৫ জুন) শেষ হয়েছে। দুই দিনের এই সেমিনার অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেমিনারের সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেনসহ সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপস্থিত ছিলেন বিজিএমইএ, এফবিসিসিআই এবং গণমাধ্যম ব্যক্তিরা। শান্তিকালীন সময়ে জাতির জন্য বিভিন্ন ধরনের হুমকি সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধি করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।