সাজেকের ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনা, বিজিবি ও বিমানবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা - Southeast Asia Journal

সাজেকের ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনা, বিজিবি ও বিমানবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত এক সাপ্তাহ ধরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের লংথিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইজা পাড়া, রায়না পাড়া ও শিয়ালদহ এলাকাসহ আশপাশের বেশকিছু এলাকায় ডায়রিয়ার প্রদুর্ভাব দেখা দিয়েছে। এলাকায় আশে-পাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় রোগীরা স্থানীয় তান্ত্রিক দিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। এলাকায় যাতায়াতের কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে এতো দূর থেকে মাচালং ও উপজেলা সদর হাসপাতালে রোগী পাঠানো সম্ভব নয়। এমতাবস্থায় সম্প্রতি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে প্রত্যন্ত এই অঞ্চলের ডায়রিয়ায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি এবং বেসামরিক প্রশাসনের যৌথ দল কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

জানা যায়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র সম্মতিক্রমে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার এর সার্বিক তত্ত্বাবধানে আজ (৮ জুন) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিক্যাল দল, অসামরিক প্রশাসনের ০২ জন স্বাস্থকর্মী, প্রয়োজনীয় ঔষধ, শুকনা খাবার এবং বিশুদ্ধ খাবার পানিসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য গমন করে।

এর আগে, লংথিয়ান পাড়া, অরুন কার্বারী পাড়া এবং শিয়ালদহসহ আশেপাশের কিছু এলাকায় বিগত কয়েকদিন যাবত ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছে বলে খবর পাওয়ার পর গতকাল রাতে রাঙামাটি জেলার জেলা প্রশাসক কর্তৃক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার এর কাছে এই ব্যাপারে সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎ বাঘাইহাট জোন এর একটি টহল দল প্রয়োজনীয় ডাক্তার এবং ঔষধ সামগ্রী সহ পায়ে হেটে প্রত্যন্ত অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয়।

এছাড়া, ৫৪ বিজিবির (বাঘাইহাট ব্যাটালিয়ন) ডাক্তারসহ ১টি দল পায়ে হেটে শিয়ালদহ বিওপির দূরবর্তী লংথিয়ান পাড়া ও খাগড়াছড়ি রিজিয়নন্থ ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ডাক্তারসহ একটি দল, বেসমরিক প্রশাসনের ২ জন স্বাস্থকর্মী হেলিকোপটার যোগে শিয়ালদহ এলাকার উদ্দেশ্যে গমন করে।

মেডিকেল দলগুলো লংথিয়ান পাড়া,অরুণ কার্বারি পাড়া ও শিয়ালদহ এলাকায় আনুমানিক ৩৫০-৪০০ জন মুমূর্ষ রোগী ও ডায়রিয়ায় আক্রান্তের মাঝে ঔষধ, স্যালাইন, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে।

আর্তমানবতার সেবায় বেসামরিক প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশ সেনাবহিনী, বিমান বাহিনী ও বিজিবির এই মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক চিকিৎসা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।