বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোগী সাবেক কমান্ডার আজিজুল বারী আর নেই - Southeast Asia Journal

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোগী সাবেক কমান্ডার আজিজুল বারী আর নেই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোগী, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কমান্ডার ও অনারারি ক্যাপ্টেন (অব.) বীর মুক্তিযোদ্ধা আজিজুল বারী আর নেই।

বুধবার (১৪ জুন) ভোর সোয়া ৬টার দিকে বগুড়া কম্বাইন্ড মিলিটারি হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন থেকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মুক্তিযোদ্ধা আজিজুল বারী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোগী ছিলেন। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ধারকী সোটাহার গ্রামে।

জানা যায়, আজিজুল বারী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাত নম্বর সেক্টরের অধীনে মহানন্দার তীরে চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন।

তার অকুতোভয় অসীম সাহসের কারণে চাঁপাইনবাবগঞ্জ এবং এর আশপাশের এলাকা পাকিস্তানি হানাদারমুক্ত হয়।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রের পক্ষ থেকে বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সোটাহার আলিম মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে। পরে ওখানেই জানাজা অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা আজিজুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জয়পুরহাট জেলার বিভিন্ন পর্যায়ের মুক্তিযুদ্ধবিষয়ক ইউনিটের নেতা ও রাজনৈতিক নেতারা।