খাগড়াছড়ির রামগড়ে পাচারকালে বিভিন্ন প্রকার অবৈধ বাঁশ জব্দ করলো বিজিবি

নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক অবৈধ ভাবে পাচারকালে বিভিন্ন ধরণের অবৈধ বাঁশ জব্দ করা হয়েছে।
গত ৪ জুলাই বিকেলে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত লালটিলা নামক স্থান হতে এই সকল বাঁশ জব্দ করা হয়।
জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর হেয়াকো বিওপিতে কর্মরত নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত লালটিলা নামক স্থান হতে বনবিভাগ কর্তৃক নিষিদ্ধ সময়ে কর্তনকৃত মালিকবিহীন ১৩৩৩ টি বিভিন্ন প্রকার বাঁশ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, কতিপয় অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসা পরিচালনার পাশাপাশি এই ধরণের অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে। অবৈধ ব্যবসা ও চোরা-চালান ঠেকাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।
বিজিবি আরো জানায়, জব্দকৃত বিভিন্ন প্রকার বাঁশ হেয়াকো বনবিট অফিসে জমা করা হয়েছে।