রামগড়ে বিজিবি দেখে পালালো পাচারকারী, ২ ভারতীয় গরু জব্দ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।
গত ৪ জুলাই মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ নামক স্থান হতে মালিকবিহীন ২টি ভারতীয় গরু জব্দ করে ৪৩ বিজিবি (রামগড় ব্যাটালিয়ন) সদস্যরা।
সূত্র জানায়, গত ঈদুল আজহার ধারাবাহিকতা রেখে ভারতীয় গরু ২টি অবৈধভাবে সীমান্ত পার করে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ নামক স্থান নিয়ে আসা হয়। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ওসমান গণি এর নেতৃত্বে একটি টহল দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে গরু ২টি জব্দ করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় পাচারকারীরা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত গরু ২টি প্রয়োজনীয় কাজ শেষে সীতাকুণ্ড কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সাইমুম জানান, সীমান্তে যে কোন অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক রয়েছে।