কক্সবাজারে এক রোহিঙ্গার যাবজ্জীবন - Southeast Asia Journal

কক্সবাজারে এক রোহিঙ্গার যাবজ্জীবন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে ক্রিস্টালমেথ (আইস) পাচার মামলায় মিয়ানমারের এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত রোহিঙ্গা টেকনাফের হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩-এর মৃত ইব্রাহিমের ছেলে সৈয়দুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট দীলিপ কুমার ধর। তিনি মামলার নথির বরাতে বলেন, ‘২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবরে বিজিবির একটি টিম অভিযানে যায়। একপর্যায়ে কেওড়াবাগান থেকে আসা সন্দেহজনক একজনকে বিজিবি আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে গামছা মোড়ানো এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে তাকে এ শাস্তি দেওয়া হয়।’