টেকনাফে বিজিবির অভিযানে বিপূল পরিমাণ ইয়াবা জব্দ - Southeast Asia Journal

টেকনাফে বিজিবির অভিযানে বিপূল পরিমাণ ইয়াবা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গত ২৪ আগস্ট বৃহস্পতিবার রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িতপূর্ণ জালিয়াপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে হ্নীলা বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১০ টায় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে জালিয়াপাড়া বেড়িবাঁধের দিকে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করে।

বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়া মাত্রই উক্ত ব্যক্তি তার মাথায় থাকা বস্তাটি ফেলে দ্রুত নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উল্লেখিত স্থানে পোঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে মাদক পাচারকারীর ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৮০ হাজার (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন মাদক পাচারকারী বা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।