কক্সবাজারে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ - Southeast Asia Journal

কক্সবাজারে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের ঈদগাঁওতে ৪৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) র‌্যাব কক্সবাজারের একটি চৌকস দল ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বন্কিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক কারবারি মো. ইয়াছিন (৩০) উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের বঙ্কিম বাজার এলাকার মৃত নুর আহম্মদের ছেলে।

তথ্যে সূত্রে জানা যায়, র‌্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল উপজেলার বর্ণিত স্থান ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার জন্য অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি আচ করতে পেরে পালানোর চেষ্টা কালে উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ সময় আটকৃতের দেহ তল্লাশি করে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

You may have missed