গাজার সীমান্ত এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে: সেনাবাহিনী - Southeast Asia Journal

গাজার সীমান্ত এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইসরায়েলের ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজা সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলের সব এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে সক্রিয় ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে। এর আগে সেনাবাহিনী বলেছিল, ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে সাত বা আট জায়গায় লড়াই চলছে।

এর আগে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েল।

গত ৭৫ বছরে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ইহুদিবাদী ইসরায়েলকে। হঠাৎ করে বড় আকারের হামলায় চমকে গেছে ইসরায়েলসহ বিশ্বের সব দেশ। ইসরায়েলের একাধিক স্থানে শনিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আক্রমণ শুরুর করার পর এখনো যুদ্ধ চলছে। পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল।

মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস।

শনিবার হামাস ইসরায়েলে হামলা শুরুর পর এখন পর্যন্ত ১ হাজার ১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের হামলায় ইসরায়েলের একটি সংগীত উৎসবেই মারা গেছে ২৬০ জন। গাজায় মৃতের সংখ্যা প্রায় ৫০০ বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলে মারা গেছে ৭০০ জন। জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থার মতে, বাড়ি এবং অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণের ফলে গাজায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনেকেই উপকূলীয় ছিটমহলের প্রায় ৬৪টি স্কুলে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় তার সর্বশেষ খবরে এমনটাই জানিয়েছে।