১৮ কেজি ‘ভয়ংকর মাদক’ উদ্ধার করল বিজিবি - Southeast Asia Journal

১৮ কেজি ‘ভয়ংকর মাদক’ উদ্ধার করল বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে ৯০ কোটি টাকার ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইসসহ দুজনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের পরিমাণ ১৮ কেজি ২০ গ্রাম। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী ট্রাক থেকে এসব আইস উদ্ধার করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা নেয়াখালী পাড়ার ট্রাকচালক মো. কেফায়েত উল্লাহ (৩৮) এবং একই উপজেলার মহেশখালী পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)। এ সময় ট্রাকে থাকা হোসাইন আহমদ (৪১) পালিয়ে যান। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ডেগিল্যার বিল এলাকার বাসিন্দা।

উদ্ধারের পরপরই রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। তিনি জানান, তল্লাশি করে ট্রাকে থাকা লবণের বস্তার ভেতরে সাদা কাপড়ে মোড়ানো ও বিশেষভাবে লুকায়িত অবস্থায় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। পরে আটক ট্রাকচালক মো. কেফায়েত উল্লাহ ও তার সহযোগী মো. হারুনের স্বীকারোক্তি মতে মাদক চক্রের মূল হোতা হোসাইন আহমদকে ধরার জন্য টেকনাফের সাবরাং এলাকায় সারা রাত অভিযান পরিচালনা করা হয়। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

অভিযানে ক্রিস্টাল মেথ আইস ছাড়াও পাচারে ব্যবহৃত ট্রাক, ৩ লাখ ৩৬ হাজার টাকা, এক বোতল বিদেশি মদ, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আসামিদের আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের মূল্য ৯০ কোটি টাকা। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।