বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান রিজিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রে পাহাড়ি জেলা বান্দরবান ও পাশ্ববর্তী অঞ্চলে সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ, পাহাড়বাসীর নিরাপত্তা প্রদানের পাশিাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সূদীর্ঘকাল ধরেই অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ পথপরিক্রমায় দেশমাতৃকার সেবায় নিয়োজিত বান্দরবান রিজিয়ন এবার উদযাপন করল তাদের প্রতিষ্ঠার গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষনকে স্মরণীয় করে রাখতে কেক কাটা, প্রীতিভোজসহ বর্ণাঢ্য সব অনুষ্ঠানমালার আয়োজন করে সেনাবাহিনী। দিবসটি উপলক্ষে পুরো রিজিয়ন সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব।
দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনানিবাসের জোন প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে একে একে উপস্থিত হয়ে ফুল দিয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা।
এর আগে, আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান রিজিয়ন কমান্ডারসহ সামরিক পদস্থ কর্মকর্তারা।
রিজিয়ন কমান্ডার ড. গোলাম মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক।
এসময় তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। অতীতের ন্যায় দেশের যেকোন প্রয়োজনে সেনাবাহিনীর অংশগ্রহণ থাকবে আশা রেখে তিনি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সেনাবাহিনী সর্বস্তরে যে অবদান রাখছে তার প্রশংসা করেন।
এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা , সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা পদস্থ কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ৬৯ পদাতিক ব্রিগেডের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বান্দরবান রিজিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন প্রধান অতিথি। কেক কাটা শেষে অপরাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।