পাকিস্তান সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান ও কোরেশী
নিউজ ডেস্ক
শুক্রবার পাকিস্তান সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীকে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় জামিন মঞ্জুর করে দুইজনের প্রত্যেককে এক মিলিয়ন রুপি করে সিউরিটি বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বেঞ্চের প্রধান হলেন বিচারপতি সর্দার তারিক মাসুদ এবং বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি আতাহার মিনাল্লা ও সৈয়দ মনসুর আলী শাহ।
রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস বিষয়ক এই মামলাটি একটি কূটনৈতিক নথির সঙ্গে সম্পর্কিত। তিনি এই নথি কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে হস্তান্তর করেননি। ইমরান খানের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বরাবরই বলে আসছে যে, নথিতে ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর হুমকি রয়েছে যুক্তরাষ্ট্রের।
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় গঠিত বিশেষ আদালত গত ১৩ ডিসেম্বর আদিয়ালা কারাগারে ইমরান খান ও কোরেশীর বিরুদ্ধে গোপন নথি ফাঁসের মামলায় নতুনভাবে অভিযোগ গঠন করেছেন। কারাগারেই তাদের বিচার কাজ শুরু হয়েছে।
কারাগারে থাকা ইমরান ও কোরেশীর এই মামলায় প্রথম অভিযোগ গঠিত হয় ২৩ অক্টোবর। তারা দু’জনেই নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। বিচার কাজ চলছিল আদিয়ালা। ইতোমধ্যে চারজন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জেলে বিচারের জন্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তিকে ‘ভুল’ উল্লেখ করে পুরো প্রক্রিয়া বাতিল করেছে।