৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

নিউজ ডেস্ক
দিনাজপুরে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী ২৯ বিজিবি ক্যাম্পে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।
এ সময় দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল রাশেদ আসগর, ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি দেশকে মাদকমুক্ত ও চোরাচালান রোধে কাজ করছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবি ও ২০২২ সালের ১১ মে থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দিনাজপুর ৪২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৪৪৬ টাকার মাদকদ্রব্য জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল, এমকেডিল, বিদেশি ও দেশি মদ, হেরোইন, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাজসহ মাদক তৈরির বিভিন্ন উপকরণ রয়েছে।