রাখাইনে কোনঠাসা জান্তা বাহিনী - Southeast Asia Journal

রাখাইনে কোনঠাসা জান্তা বাহিনী

রাখাইনে কোনঠাসা জান্তা বাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথেডাউং শহরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সামরিক বাহিনীর তীব্র লড়াই চলছে। আরকান আর্মিরা যে কোনও সময় শহরটি দখল করতে পারে বলে দাবি করেছে তারা।

আরাকান আর্মি রাথেডাউং শহরে অবস্থানরত সামরিক জান্তার ৫৩৬ তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ৫৩৭ তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এবং ৫৩৮ তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে।

জান্তা সৈন্যরা ইতোমধ্যে দুটি ব্যাটালিয়ন ছেড়েছে এবং তারা ৫৩৮তম ব্যাটালিয়নে পুনরায় সংগঠিত হচ্ছে। নিজেদের রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে তারা।

কিন্তু আরাকান আর্মির দাবি, যে কোনও মুহূর্তে তারা শহরটি দখল করতে পারে। এই সমস্ত ব্যাটালিয়নের শীঘ্রই পতন হবে এবং রাথেডাউং শহর নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা আরাকার আর্মির।

আরকান আর্মি রাখাইন অঞ্চলের সব সরকারি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। পুরো রাখাইন অঞ্চলকে একটি জান্তা মুক্ত অঞ্চলে পরিণত করার লক্ষ্যে অবশিষ্ট রাখাইন শহরগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।