বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক দুর্গম এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) আলীকদম সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদসহ উপজাতি ওয়েলফেয়ার সংস্থার মাঝে সর্বমোট ২,৪৩,২৫৮ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উক্ত আর্থিক সহায়তা হাতে পেয়ে ঐসকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পার্বত্য এলাকায় শিক্ষার মান উন্নয়নে সেনাবাহিনীর এমন সহায়তায় এগিয়ে যাবে শিক্ষা ব্যবস্থা।

এ বিষয়ে আলীকদম জোন অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা প্রদানের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা দিয়ে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর বিশেষ নজর থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed