রমজান উপলক্ষে অসহায়দের হাতে ইফতার ও ঈদের উপহার তুলে দিল ৫৪ বিজিবি
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সার্বিক তত্ত্বাবধানে ইফতার, রাতের খাবার, এবং ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (২৬ মার্চ) ৫৪-বিজিবির আওতাধীন বাঘাইহাট, হাজাছড়া এবং কবাখালী এলাকাস্থ গরীব দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালি ১০০টি পরিবারের মাঝে ইফতার ও রাতের খাবার এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি উপকারভোগীদের হাতে ইফতার ও রাতের খাবার এবং ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এসময় ৩ ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার, রাতের খাবার ও ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।