হতদরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল কাপ্তাই ব্যাটালিয়ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
পবিত্র রমজান উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) পক্ষ থেকে ১০০ জন হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রত্যেক পরিবারের হাতে ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল এবং ১ প্যাকেট সেমাই তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে কাপ্তাই প্যানেরোমা জুম রেস্তোরাঁর সাংস্কৃতিক মঞ্চ চত্বরে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আমীর হোসেন মোল্লা দরিদ্রদের মাঝে এই ইফতার এবং খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, বিজিবি সবসময় দরিদ্র জনগণসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
সহায়তা বিতরণকালে ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।