বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান

বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি বান্দরবান জোন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাকিকতায় বুধবার (২৭ মার্চ) বান্দরবান সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার একটি কিয়াং ঘর নির্মাণ করার জন্য (টিন) বিতরণ করা হয়েছে।

এছাড়াও দুইজন অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।

উক্ত মানবিক সহায়তা সমূহ পেয়ে উভয়েয় বান্দরবান সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে জোন অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা প্রদান ও সন্ত্রাস দমনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বান্দরবান জোন নিরলসভাবে কাজ করে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে বান্দরবান সেনা জোনের এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।