প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পুলিশকে দেশ ও জাতির সেবায় আত্ম নিয়োগ করার আহ্বান
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশ, জাতি ও মানবতার সেবায় নিজেদের আত্ম নিয়োগ করার আহ্বান জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের মুক্তির জন্য লড়াই-সংগ্রাম করে গেছেন। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পুলিশের কমান্ডো কোর্সের ১৩ তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ৩৪ জন নবীন পুলিশ সদস্যকে সনদ দেওয়া হয়।
খাগড়াছড়ি এপিবিএন-এর কমান্ড্যান্ট পরিতোষ ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র মেয়র নির্মলেন্দু চৌধুরী।
প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, দেশের আত্মসামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা। রাষ্ট্রীয় অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্রকে সহযোগিতা মহান দায়িত্ব পালনে সজাগ থাকতে হবে।