সাজেকে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় সাজেক রুইলুই এলাকায় ত্রিপুরা কমিউনিটি সেন্টারে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাইমিনুর রহমান এই চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় সাজেক ও আশপাশের বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।
উল্লেখ্য, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।