যৌথবাহিনীর অভিযান চলছে, কেএনএফকে নির্মূল করা হবেই: বিজিবি মহাপরিচালক - Southeast Asia Journal

যৌথবাহিনীর অভিযান চলছে, কেএনএফকে নির্মূল করা হবেই: বিজিবি মহাপরিচালক

যৌথবাহিনীর অভিযান চলছে, কেএনএফকে নির্মূল করা হবেই: বিজিবি মহাপরিচালক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) যেকোনোভাবেই হোক নির্মূল করা হবে। এ নিয়ে যৌথবাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ের সীমান্ত চৌকি পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি মহাপরিচালক বলেন, প্রত্যন্ত অঞ্চলের সৈনিকরা ভালো থাকলে ভালো থাকবে সীমান্ত। সবার আগে দেশের নিরাপত্তায় সীমান্ত রক্ষিত রাখতে হবে। এজন্য সাধারণ সৈনিকদের মনোবল বাড়াতে জোর দিতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

ঝড়, বৃষ্টি, বজ্রপাত ও অতি খরার মধ্যে যারা সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছে তাদের জন্য বাহিনীর প্রধানদের এমন ঈদ আনন্দ ভাগাভাগির সফর মনোবল আরও বাড়াবে বলে আশা বিজিবি সদস্যের।