হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় সীমান্তের শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বিজিবির আমন্ত্রণে ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত শিং সীমান্তের শূন্য রেখায় এলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে তারা বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের গোলঘরে বৈঠকে মিলিত হন। বৈঠকে বিএসএফের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির পক্ষে ৩ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মূলত দুই বাহিনীর মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে সেজন্যই এ বৈঠক।

এতে সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তের নানান বিষয় নিয়ে আলোচনা হয়। এক ঘণ্টা বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় একই পথ দিয়ে ভারতে ফিরে যান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।