সশস্ত্র বাহিনীর ৯ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন

সশস্ত্র বাহিনীর ৯ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন

সশস্ত্র বাহিনীর ৯ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সশস্ত্র বাহিনীর ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলি কর্মকর্তাদের মধ্যে- বিইউপির ডিন ব্রিগেডিয়ার জেনালের ইকবাল আহমেদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনালের আবু সাঈদ মোহাম্মদ বাকির।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মুহাম্মদ রায়হান খালেক। তাছাড়া মেজর মো. তারেক আজিজকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে, মেজর মো. আনিস-উজ-জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক এবং লেকহেড গ্রামার স্কুলের অধ্যক্ষ মেজর মো. জাহিদুল ইসলামকে সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।

অন্য আরেক প্রজ্ঞাপনে বিইউপির মেজর জিয়া মাহমুদ খানকে সেনাবাহিনীতে এবং মেজর এ এস এম আরিফ আনোয়ারকে বিইউপির কর্ড টু রেজিস্ট্রার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।