৩ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা আটক

৩ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা আটক

৩ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার জেলার রামু উপজেলায় ২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মনিরুজ্জামান (২৫) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি।

সোমবার (৩ জুন) দুপুর আড়াইটায় উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক মনিরুজ্জামান উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-৫ এর ফয়েজ উল্লাহর ছেলে।

রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহলদল কর্তৃক চেকপোস্ট হতে ১ কিঃ মিঃ উত্তর দিকে ধেচুয়া পালং উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে একটি ইজিবাইক থামানো হয়। এ সময় মনিরুজ্জামান (২৫) নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। তাকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed