বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়াবে: ড. ইউনূস
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূস এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
ড. ইউনূস বলেন, তিনি নিশ্চিত বাংলাদেশের মানুষ এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছেন। তারা ঘরে ফিরে যাবেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চালু করবেন, কাজে ফিরবেন এবং দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।