আগামীকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার শপথ হতে পারে- সেনাবাহিনী প্রধান

আগামীকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে- সেনাবাহিনী প্রধান

আগামীকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে- সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এই তথ্য জানিয়েছেন।

বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনা সদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’

এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘গুজব চলছে। সেদিকে খেয়াল রাখবেন। গুজব থেকে বিরত থাকবেন। পুলিশের পুনর্গঠনে কাজ চলছে। আশা করি সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারব।’

দেশের নিরাপত্তা নিয়ে কোনো ব্যর্থতা থাকলে সে দায়ও নিজের কাঁধে তুলে নেন সেনাপ্রধান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।