মিয়ানমারে অভ্যন্তরীণ অভ্যুত্থান ও সেনাপ্রধান আটকের সংবাদ, গুজব দাবি জান্তার

মিয়ানমারে অভ্যন্তরীণ অভ্যুত্থান ও সেনাপ্রধান আটকের সংবাদ, গুজব দাবি জান্তার

মিয়ানমারে অভ্যন্তরীণ অভ্যুত্থান ও সেনাপ্রধান আটকের সংবাদ, গুজব দাবি জান্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে মিয়ানমারের সামরিক বাহিনীর জেনারেলরা দেশটির শাসক ও সেনাপ্রধান মিন অং হ্লাইংকে আটক করেছেন। তবে সেনাপ্রধানকে আটক ও ক্ষমতাচ্যুত করার গুজবে পানি ঢেলে দিয়েছে দেশটির সামরিক জান্তা।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য সবই গুজব বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। জান্তা প্রধান সামরিক বাহিনীর জেনারেলদের হাতে আটক হওয়ার সংবাদটি ‘বিশ্বাসঘাতকদের’ কাছ থেকে আসা ‘অপপ্রচার’ বলছে তাঁরা।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিয়ানমার নাউ ও এএফপি।

বিবৃতিতে বলা হয়, “আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য এই মিথ্যা গুজবগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া অ্যাকাউন্ট এবং রাষ্ট্র-বিধ্বংসী (নির্বাসিত) সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।“

মূলত চলতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ এক সফরে মিয়ানমার আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই সফরকে সামনে রেখেই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, দেশটির শীর্ষ জেনারেলরা মিন অং হ্লাইংকে রাজধানী নেপিডোতে আটক করেছেন এবং জান্তার নেতৃত্বে পরিবর্তন আসছে।

জান্তা এক বিবৃতিতে জানিয়েছে, এই দাবিগুলো ‘অপপ্রচার এবং এর উদ্দেশ্য দেশের শান্তি-স্থিতিশীলতায় বিঘ্ন ঘটানো।’

যারা এই সংবাদ ছড়িয়েছে, তাদেরকে ‘বিশ্বাসঘাতক’ বলেও অভিহিত করে জান্তা। বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রপ্রধান ও কতৃপক্ষ যৌথভাবে জাতির প্রতি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে’।

সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীর হাত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও গণতন্ত্রকামী সশস্ত্র বিদ্রোহীরা দেশের একটি উল্লেখযোগ্য অংশের দখল কেড়ে নিয়েছে। এমন অবস্থায় দেশটির সামরিক বাহিনী কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।