কঙ্গোতে মাংকিপক্স প্রাদুর্ভাবে ৫৪৮ জনের মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) মাংকিপক্স (এমপক্স) প্রাদুর্ভাবে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির সব প্রদেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার আফ্রিকায় মাংকিপক্স সংক্রমণ বৃদ্ধি নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিশেষত, ডিআর কঙ্গোতে ক্রমবর্ধমান সংক্রমণ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এর বিস্তারের কারণে তারা উদ্বিগ্ন।
স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল-রজার কাম্বা জানিয়েছেন, সর্বশেষ মহামারিবিদ্যাগত প্রতিবেদনের ভিত্তিতে, আমাদের দেশে এ বছর শুরু থেকে ১৫ হাজার ৬৬৪ সম্ভাব্য মাংকিপক্স সংক্রমণ এবং ৫৪৮টি মৃত্যু রেকর্ড করা হয়েছে।
প্রায় ১০ কোটি জনসংখ্যাবিশিষ্ট ডিআর কঙ্গো ২৬টি প্রদেশ নিয়ে গঠিত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো হলো দক্ষিণ কিভু, উত্তর কিভু, চোপো, ইকোয়েটর, উত্তর উবানগি, চুয়াপা, মঙ্গালা এবং সানকুরু বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী কাম্বা।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার এই সতর্কতা এমন সময়ে এসেছে, যখন আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থাও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
ভাইরাসটির প্রাকৃতিক আবাসভূমি পশ্চিম আফ্রিকা এবং রেইনফরেস্টে বাস করে এমন কেউ হয়তো আক্রান্ত ইঁদুরের সংক্রমণে এলে অসুখটি ছড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে হাজারো মানুষকে এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে। তবে আফ্রিকার বাইরে ইউরোপ, আমেরিকায় কিছু দিন আগে পর্যন্তও এর প্রাদুর্ভাবের কথা শোনা যায়নি। এখন যাদের মাংকিপক্স হচ্ছে তারা কোথা থেকে সংক্রমিত হচ্ছে – তাও স্পষ্ট নয়।
১৯৫৮ সালে ল্যাবরেটরিতে প্রথম বানরের দেহে এই ভাইরাস শনাক্ত হয়। ১৯৭০ সালে এই ভাইরাসকে মাংকিপক্স নামকরণ করা হয়। ভাইরাসটির দুটি স্ট্রেইন আছে। এর মধ্যে কঙ্গো বেসিন স্ট্রেইন পশ্চিম আফ্রিকার স্ট্রেইনের চেয়ে বেশি মারাত্মক। ভাইরাসটি পশু থেকে প্রাণী এবং পশু থেকে মানুষের সংক্রমিত হয়। মানুষ থেকে মানুষে সংক্রমণ সবচেয়ে ভয়ংকর মাধ্যম বলে বিবেচিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।