খাগড়াছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৯২ পরিবারের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে মাটিরাঙ্গা জোন জোন সদরে এসব সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন অধিনায়ক লেঃ কর্নেল কামরুল হাসান উপকারভোগীদের হাতে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন। একই সা‌থে উন্নত চিকিৎসায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক।

এছাড়া মাটিরাঙ্গার ১০ নং ইসলামপুর এলাকায় জোনের সার্বিক ব্যবস্থাপনায় নি‌র্মিত একটি যাত্রী ছাউনি উদ্বোধন শেষে এলাকার সা‌র্বিক প‌রি‌স্থি‌তি নি‌য়ে স্থানীয়‌দের সা‌থে কথা বলেন জোন অ‌ধিনায়ক। এসময় মাটিরাঙ্গার ধ‌লিয়া খা‌লের উপর নির্মাণাধীন ব্রিজের কার্যক্রম ঘু‌রে দে‌খে আগামী জানুয়ারি মমাসের মধ্যে কাজ শেষ করার জন্য সং‌শ্লিষ্ট‌দের নি‌দের্শনা প্রদান করেন তিনি।

প‌রে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় সেনাবাহিনীর তত্বাবধানে স্থানীয় ৭৪৬ জন পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী চিকিৎসা সেবা প্রদান ক‌রেন।

জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে পাহাড়ের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এমন কার্যক্রম অব্যঅহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।